Home » Life Style » সানি লিওন সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন কি?

সানি লিওন সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন কি?

Want create site? Find Free WordPress Themes and plugins.


নীল ছবির পরিচিত তারকা থেকে মূল ধারার বলিউড ছবির জগতে পা রাখা সহজ ছিল না সানি লিওনি ওরফে করেণজিৎ সিং ভোহরারপরিচিত মুখ হওয়ায় লোকলজ্জার ভয় ছিলতবে সেসময়কে কাটিয়ে অসম সাহস দেখিয়ে, পরিশ্রম ও অধ্যাবসায় দিয়ে বলিউডের মন জয় করে নিয়েছেন সানিএখন তাঁর ঝুলিতে পরপর ছবি
শুধু তাই নয়, বড় ব্যানারের ছবিতেও একেরপর এক কাজ করে চলেছেন তিনিএমনকী শাহরুখ খানের ছবিতেও আইটেম ডান্সে সকলকে মাতিয়ে ছেড়েছেন তিনিএহেন সানি এদিন পা দিলেন ৩৬ বছরেশিখ পাঞ্জাবি পরিবারের মেয়ে থেকে বিশ্বখ্যাত পর্ন তারকা হওয়া সানিকে নিয়ে বিশেষ কিছু তথ্য জেনে নেওয়া যাক একনজরে
পর্ন তারকা হওয়ার আগে
নীল ছবির জগতে আসার আগে সানি লিওনি পেডিয়াট্রিক নার্সিং নিয়ে পড়াশোনা করেছিলেনএছাড়া জার্মান বেকারিতে কাজ করেছেনএরপর মাত্র ১৯ বছর বয়সে তিনি অ্যাডাল্ট ফিল্ম জগতে প্রবেশ করেনখবর রটেছিল, সানি নাকি উভকামীতবে তাঁর সত্যতা জানা যায়নি
পর্ন তারকা হওয়ার ইচ্ছেপ্রকাশ
সানি একসময়ে এক ইন্টারভিউয়ে জানান, ‘পেন্টহাউস কভার অব দ্য ইয়ার’-এ ১ লক্ষ ডলার পুরস্কার পাওয়ার পরে আমি বাড়িতে জানিয়ে দিই আমি পর্ন তারকা হতে চাইতবে বাড়িতে তা কিছুতেই মেনে নেয়নি
বলিউডে অনেক আগেই সুযোগ আসে
বলিউডের হিট সিনেমা কলিযুগ-এ অভিনয় করার কথা ছিল সানি লিওনিরতবে সেইসময়ে ১ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক চাওয়ায় পরিচালক মোহিত সুরী পিছিয়ে আসেনএর ৭ বছর পরে ‘জিসম ২’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সানি
বলিউডের আগে ভারতীয় টেলি দুনিয়ায় প্রবেশ সানির
২০০৫ সালে ভারতীয় টেলিভিশনে প্রথমবার মুখ দেখান সানিএমটিভি অ্যাওয়ার্ডস শো-এ রেড কার্পেট রিপোর্টার হয়েছিলেন তিনিপ্রথম পর্ন তারকা হিসাবে বলিউড মূল ধারার ছবিতে নামা সানি লিওনিই প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র ব্যক্তিত্ব
বলিউডে কাজ করার আগে থেকেই ভারতে আসা
বলিউডে পাকাপাকিভাবে আসার আগে ভারতে মোট চারবার ঘুরতে আসেন সানিপরে কাজের সূত্রে এখন পাকাপাকিভাবে থাকেন২০১০ সালে সেরা মহিলা পর্ন তারকাদের মধ্যে সানিকে রাখে ম্যাক্সিম ম্যাগাজিন
পর্ন তারকা হিসাবে সাফল্য
অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির হিসাব অনুযায়ী সানি ৫৯টি অ্যাডাল্ট সিনেমা পরিচালনা করেছেন ও ৫৬টি সিনেমায় কাজ করেছেনতাঁর স্বামী ড্য়ানিয়েল ওয়েবারও একজন পর্ন তারকা ও প্রযোজক
বলিউড ছাড়াও দক্ষিণী সিনেমায় অভিনয়
বলিউড ছাড়াও তামিল, কন্নড় সিনেমায় কাজ করেছেন সানি লিওনিবলিউডে আমিরের সিনেমা সবচেয়ে পছন্দ সানিরআমিরের দিল সিনেমাটি দেখার পর থেকেই তিনি আমিরের বড় ভক্ত
সানির সম্পর্ক
সানি প্রথমে প্লে বয় ওয়েবসাইটের ভাইস প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে সম্পর্কে জড়ানতবে ২০০৮ সালে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটারের সঙ্গে সানি ডেট করেনতবে সেটাও বেশিদিন টেঁকেনিএরপর ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করেন সানি
ফুটফুটে সন্তান চান সানি
এক ইন্টারভিউয়ে সানি জানিয়েছেন, তিনি মা হতে আগ্রহীতবে কবে সেই সুযোগ আসবে তিনি জানেন নাড্য়ানিয়েল ফুটফুটে মেয়ে চানতবে ছেলে হোক বা মেয়ে তাঁর নিজের কোনও পছন্দ নেইতিনি শুধু তান শিশু যেন সুস্থ হয়
পশুপ্রেমী সানি
সানি লিওনি এককথায় পশুপ্রেমীতাঁর লিলু ও চপার নামে দুটি পোষ্যও রয়েছেএছাড়া সানি ‘পিপলস ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস’ বা PETA-র হয়ে স্বেচ্ছ্বায় অর্থ সংগ্রহ করেন-ওয়ান ইন্ডিয়া

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

About Author (1073)
5 views

যুদ্ধ করে হেরে যাওয়াটা বীরত্বের কিন্তু যুদ্ধের আগেই হার মানাটা লজ্জাজনক।

Leave a Reply

You must be Logged in to post comment.

Related Posts

© Copyright 2016, TipsBD24.Com Team